You dont have javascript enabled! Please enable it! 1971.11.02 | বাংলাদেশ সরকারের ঘােষণা পাক বিমান হানার মােকাবিলা বিমান দিয়েই করা হবে - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ সরকারের ঘােষণা পাক বিমান হানার মােকাবিলা বিমান দিয়েই করা হবে

স্টাফ রিপাের্টার। মুজিবনগর, ১ নভেম্বর-বাংলাদেশের মুক্তিবাহিনী বিমান দিয়েই পাক বিমানের আক্রমণ প্রতিরােধ করবে । তবে মুক্তিবাহিনী অসামরিক ব্যক্তিদের যাতে ক্ষতি না হয়, সেজন্য কেবল জঙ্গী বাহিনীর ক্যান্টনমেন্টগুলির উপর বােমা ফেলবে। | সসামবার এখানে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভার এক জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।

২ নভেম্বর ‘৭১