বাংলাদেশের শিল্পীরা আকাশবাণীতে অনুষ্ঠান করেছেন নয়াদিল্লি, ৮ই অক্টোবর-বাংলাদেশ-এর প্রায় দেড়শাে সংগীত শিল্পীকে আকাশবাণীতে অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেওয়া হয়েছে। | আজ এখানে এক সাংবাদিক বৈঠকে শ্রী এ কে সেন একথা জানান। তিনি বলেন, এঁদের মধ্যে ধ্রুপদী ও পল্লী সংগীত শিল্পী আছেন। যদিও বাংলাদেশের এই শিল্পীরা অতিথি ছিলেন তবুও তাদের ভারতীয় শিল্পীদের হারে পারিশ্রমিক দেওয়া হয়েছে। এই শিল্পীরা পূর্ববঙ্গে যে টাকা পেতেন এখানকার হার তার চেয়ে বেশি।
পি টি আই । ৯ অক্টোবর ‘৭১