You dont have javascript enabled! Please enable it! 1971.10.06 | বাংলাদেশত্যাগী শিক্ষকদের সাহায্যে আবেদন - সংগ্রামের নোটবুক

বাংলাদেশত্যাগী শিক্ষকদের সাহায্যে আবেদন নয়াদিল্লি, ৫ই অক্টোবর-পাকিস্তানী জঙ্গীশাহীর অত্যাচারে যে সব শিক্ষক পূর্ববঙ্গ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, বিজ্ঞান কর্মীদের বিশ্ব ফেডারেশন ইউনেস্কো ও অন্যান্য বিশ্ব সংস্থার নিকট লিখিত আবেদনে উক্ত শিক্ষকদের আশ্রয়দানের ব্যবস্থা করতে অনুরােধ জানিয়েছেন।

এই আবেদনে যে ৫০ জন বৈজ্ঞানিক স্বাক্ষর করেছেন তাঁরা ইংল্যান্ডের এনসিডে-তে কিছুদিন পূর্বে ফেডারেশন কর্তৃক আয়ােজিত এক আলােচনা চক্রে যােগ দিয়েছিলেন।

আবেদনে তারা বলেছেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহ প্রায় ১০০০ কলেজ শিক্ষক এবং ১৪শর ওপর স্কুল শিক্ষক বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন।

তাঁদের যাতনা লাঘবের জন্য এ সব বাস্তুচ্যুত শিক্ষকদের বিশেষ সুবিধা দিতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নিকট আবেদন জানাচ্ছি।

ইউ এন আই । ৬ অক্টোবর ‘৭১