You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | পূর্ব বাংলায় ‘অসামরিক' মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ - সংগ্রামের নোটবুক

পূর্ব বাংলায় ‘অসামরিক মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর-আজ অপরাহ্নে ঢাকায় পূর্ব বাংলার ‘অসামরিক’ মন্ত্রী পরিষদের ১০ জন মন্ত্রীর মধ্যে ৯ জন মন্ত্রীই শপথ নিয়েছেন। বাকি একজন কেন শপথ নেননি, তা জানা যায়নি। সরকারীভাবেও এর কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।

সকালের দিকে গভরনর ডাঃ এ এম মালিক দশজন মন্ত্রীর নাম ঘােষণা করেন। তাঁরা হলেন সর্বশ্রী এ

এস এম সুলেমান, আবু কাশিম, এস হক, এম ইশাক, এ হক, আব্বাস আলি খান, এ কে এম ইউসুফ, এম আহমেদ, এম চৌধুরী এবং এম ও মজুমদার। এঁদের মধ্যে কে সেই ব্যক্তি যিনি শপথ নেননি বা নিতে পারেননি? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।

শ্রীসুলেমানকে কৃষক শ্রমিক পারটির প্রেসিডেন্ট বলে পরিচয় দেওয়া হয়েছে। মন্ত্রীদের কয়েকজন নাকি আগে আওয়ামী লীগের লােক ছিলেন।

এই মন্ত্রিপরিষদকে ‘অসামরিক’ আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু ফৌজী আইন বলবৎ থাকায় এই মন্ত্রিপরিষদের ক্ষমতা কার্যত খুবই সীমাবদ্ধ।

১৮ সেপ্টেম্বর ‘৭১ বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠিত মুজিবনগর, ১৮ সেপ্টেম্বর-গতকাল শ্রী সন্তোষ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠিত হয়েছে।

সমিতির সাংগঠনিক কমিটির সদস্যসংখ্যা ১১ জন। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী কামাল লােহানি আহ্বায়ক নিযুক্ত হয়েছেন। সাংবাদিক সমিতির সদস্য সংখ্যা হবে ১০০ জন।

ইউ এন আই। ১৯ সেপ্টেম্বর ‘৭১ বাংলাদেশের প্রতিনিধিদল নিউইয়র্ক যাচ্ছেন। মুজিবনগর, ১৮ সেপ্টেম্বর-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মােস্তাক আমেদ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করবেন বলে আজ এখানে জানা গিয়েছে।

প্রতিনিধি দলে প্রায় ১৫ জন সদস্য থাকবেন। এঁদের মধ্যে ন্যাশনাল আওয়ামী দলের সভাপতি এবং বাংলাদেশ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য এই প্রতিষ্ঠানের সদস্য অধ্যাপক মুজাফর আহমেদ লন্ডনে বাংলাদেশ মিশনের প্রধান ব্যক্তি বিচারপতি আবু সয়ীদ চৌধুরী এঁদের মধ্যে আছেন। প্রতিনিধি দল ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন আরম্ভ হওয়ার পূর্বেই নিউইয়র্কে পৌছাবেন।

ইউ এন আই। ১৯ সেপ্টেম্বর ‘৭১