নজরুল-পুত্র পাক ভাতা প্রত্যাখ্যান করলেন
বিশেষ সংবাদদাতা নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর-কবি নজরুল ইসলামকে পাকিস্তান আবার মাসিক ভাতা দিতে চেয়েছিল। কবিপুত্র কাজী সব্যসাচী পাকিস্তানের এই প্রস্তাব আজ সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি বলেন, আমরা লক্ষ লক্ষ মানুষের রক্ত-মাখানাে টাকা স্পর্শও করব না।
ব্যক্তিগত কাজে কাজী সব্যসাচী এখন এখানে। তিনি এক বিবৃতিতে বলেন, আমার অসুস্থ পিতাকে নতুন করে মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব করে পাকিস্তান যে ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে, তাতে আমি বিস্মিত। | পাকিস্তান ভাতা দেওয়া বন্ধ করলে বাংলাদেশ সরকার কবিকে ভাতা দেওয়ার কথা ঘােষণা করেন। পশ্চিমবঙ্গ সরকার কবিকে দীর্ঘদিন পেনসন দিচ্ছেন।
নিখিল ভারত মেয়র পরিষদের প্রস্তাব আজ নিখিল ভারত মেয়র পরিষদ সর্বসম্মত প্রস্তাব নিয়ে ভারত সরকারকে বলেছেন, অবিলম্বে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিন। মুক্তিযুদ্ধে সক্রিয় সাহায্য দেওয়া হােক।
৪ সেপ্টেম্বর ‘৭১