বঙ্গ সংস্কৃতি সম্মেলন।
বঙ্গ সংস্কৃতি সম্মেলনের পঞ্চদশ বার্ষিক অধিবেশন আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানের বিশেষত্ব বাংলাদেশের শিল্পিবৃন্দ কর্তৃক ‘রূপান্তরের গান। এছাড়া বাংলা নাট্যমঞ্চের শতবার্ষিকী, অবনীন্দ্রনাথ ও অতুলপ্রসাদের শতবার্ষিকী পালনের আয়ােজন করা হয়েছে। নাট্যানুষ্ঠানের আসরে সবিতাব্রত দত্তের পরিচালনায় মাল্যদান’, জ্ঞানেশ মুখারজির পরিচালনায় নীলদর্পণ ও রঞ্জিত সেনের পরিচালনায় ‘পলাতক’ অভিনীত হবে। এছাড়া মানসী পাল ও শম্ভু ভট্টাচার্যের পরিচালনায় কবি চন্দ্রাবতী’ লােকনৃত্যানুষ্ঠান, অভিনয়, সি এল টি-র ‘নকল-রাজা’ ও ‘সােনার সিং’, নবনালন্দার ক্ষীরের পুতুল। এবারের অনুষ্ঠানসূচীতে সংযােজিত হয়েছে। রবীন্দ্রনাথ-অতুলপ্রসাদ-নজরুল রজনীকান্ত-দ্বিজেন্দ্রলালের সংগীত পরিবেশন করবেন কণিকা বন্দ্যোঃ , সুচিত্রা মিত্র, নীলিমা সেন, সুমিত্রা সেন, বনানী ঘােষ, সনজিদা খাতুন, শান্তিদেব ঘােষ, দ্বিজেন মুখাে অশােকতরু বন্দ্যোঃ , চিন্ময় চট্টো, সাগর সেন, গােরা সর্বাধিকারী, রাে গুহঠাকুরতা, ধীরেন বসু, সুমিত্রা মুখােঃ, স্নিগ্ধা ঘােষ, সত্যের মুখখাঃ, মঞ্জু গুপ্ত, সুশীল চট্টোঃ, দিলীপকুমার রায়, রবীন বন্দ্যোঃ শ্রীকুমার চট্টোঃ, বীথিকা মুখােঃ, স্বপ্ন ঘােষাল, শ্রাবণী মুখােঃ, বাণী ঠাকুর, রীণা চৌধুরী প্রভৃতি। স্বদেশী গান পরিবেশন করবেন কবিতাব্রত দত্ত। লােক-সংগীত পরিবেশন করবেন নির্মলেন্দু চৌধুরী, পুর্ণদাস বাউল, কেশব বন্দ্যোঃ , দীনেন চৌধূরী, অংশুমান রায়, গণেশ দেববর্মণ ও মধু দাস। রবীন্দ্রনাথের দেশাত্মবােধের গান পরিবেশন করবেন ‘গীতিমাল্য।
২৯ আগস্ট ‘৭১