পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক প্রেরণের প্রস্তাব মেনে নিল। জেনিভা, ২৭ জুলাই-পূর্ব বাংলার উদ্বাস্তু গ্রহণ কেন্দ্রে রাষ্ট্রপুঞ্জের একটি পর্যবেক্ষক দল পাঠানাের প্রস্তাব পাকিস্তান মেনে নিয়েছে বলে গতকাল এখানকার কূটনীতিক মহলসূত্রে জানা যায়।
ওই পর্যবেক্ষক দলে এক শ’জনেরও কম লােক থাকবেন। তার মধ্যে অসামরিকও আছেন। এঁদের কাজ হবে, বেশি সংখ্যায় যাতে উদ্বাস্তুরা দেশে ফিরে যেতে পারে সেদিকে নজর দেওয়া এবং তাদের উৎসাহ দেওয়া। পূর্ব বাংলায় মােট ২২টি উদ্বাস্তু গ্রহণ কেন্দ্র আছে।
গত এক সপ্তাহ আগে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল উ থান্ট ভারত এবং পাকিস্তান এই উভয় দেশের কাছেই পর্যবেক্ষক পাঠাবার প্রস্তাব করেছিলেন।
পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের ওই প্রস্তাব বিনা শর্তে মেনে নিল। কূটনীতিক মহল বলছেন, এর ফলে পূর্ব পাকিস্তানে রাষ্ট্রপুঞ্জের উপস্থিতি আরও বেড়ে গেল। ওই মহল আরও জানিয়েছেন, ভারত ওই প্রস্তাব সম্পর্কে এখনও তার মনােভাব জানায়নি।
রয়টার। ২৮ জুলাই ‘৭১