বুদ্ধিজীবীদের মুক্তিসংগ্রাম পরিষদ বাংলাদেশের বুদ্ধিজীবীরা রাষ্ট্র সংঘের মানবিক অধিকার কমিটির কাছে পাকিস্থানের বিরুদ্ধে গণহত্যার অভিযােগ আনার জন্য তােড়জোড় করছেন। এই উদ্দেশ্যে কলকাতায় বাংলা দেশের বুদ্ধিজীবীরা মিলিত হয়ে বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এ আর মল্লিক এই পরিষদের সভাপতি। পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন, সহ সভাপতি, অধ্যাপক আলি আহসান,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান। অধ্যাপক ডঃ সারওয়ার মুরশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরাজীর প্রধান। বিখ্যাত শিল্পী ও ঢাকা ডিজাইন সেন্টারের প্রধান কামরুল হাসান। বিখ্যাত লেখক ও সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক শ্রীরনেশ দাশগুপ্ত। সম্পাদক ও চিত্রপরিচালক শ্রীজহির রায়হান। কার্যকরী সম্পাদক : সাঁতারু ব্ৰজেন দাস। হাসান ইমাম অভিনেতা। টেলিভিশন প্রােগ্রাম পরিচালক মুস্তাফা মনওয়ার । স্বরাজ পত্রিকার সম্পাদক ফৈয়াজ [ফয়েজ আহমেদ। সাংবাদিক ওয়াহিদুল হক। ব্যারিস্টার মওদুদ আহমেদ। কলা সমালােচক সাদিক (সাদেক খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিকসের রিডার বেলায়েত হােসেন। আবদুল খাইর (খায়ের) এম. পি. অনুপম সেন, সমাজতত্ত্ববিদ, মতিলাল পাল অর্থনীতিবিদ। | পরিষদ সবশুদ্ধ ১৩ দফা কার্যসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে ওঁদের মূল কাজ হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জনমত উদ্বুদ্ধ করা।
২৩ মে ‘৭১
আনন্দবাজার