মাহমুদ আলিকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি
নিউইয়র্ক, ৫ই মে-মার্কিন সরকার প্রাক্তন পাকিস্তানী ভাইস কনসাল মিঃ মাহমুদ আলিকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযােগ দিয়েছেন। দশ দিন আগে মিঃ আলি পাকিস্তান সরকারের চাকুরিতে ইস্তফা দিয়ে মার্কিন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান। তিনি গতকাল এক সংবাদিক বৈঠকে বলেন যে, মার্কিন উচ্চ পদস্থ কর্মচারীরা তাঁকে জানিয়েছেন যে, রাজনৈতিক আশ্রয় মঞ্জুরের কোনও প্রয়ােজন নেই। মার্কিন সরকার তাঁকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবেন।
পরে মার্কিন মহলের খবরে জানা যায় যে, মিঃ আলিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ায় তিনি এখানে চাকুরি গ্রহণের সুযােগ পাবেন এবং রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁর অন্ন। সংস্থানেরও ব্যবস্থা করার সুযােগ সুবিধা পাবেন। এই ব্যবস্থায় মিঃ আলির ব্যক্তিগত সুবিধা হবে। এই মহল স্বীকার করেন যে, রাজনৈতিক আশ্রয় দিতে হলে মার্কিন সরকারকে রাজনৈতিক দিক থেকে একটু অস্বস্তির অবস্থায় পড়তে হতাে। এই মহল আরও বলেন যে, মিঃ আলীকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে তিনি শুধু তাঁর রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারতেন, কিন্তু চাকুরি করতে পারতেন না। বায়াফ্রার যুদ্ধের সময়েও বায়াফ্রার প্রতিনিধিদেরও অনুরূপ সুযােগ দেওয়া হয়েছিল।
পি টি আই । ৬ মে ‘৭১
আনন্দবাজার