মামুদ আলির কাছে তাজউদ্দিনের তারবার্তা বুধবার নিউইয়র্ক থেকে মাহমুদ আলির তারবার্তা পেয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সেদিনই তার পররাষ্ট্র দফতরের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে নির্দেশ পাঠিয়েছেন : আমেরিকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যােগাযােগ রেখে স্বীকৃতি অর্জনের চেষ্টা করে যান, প্রেসের সঙ্গে নিয়মিত সংযােগ রেখে বাংলা দেশের পক্ষে ব্যাপক গণমত গড়ে তুলুন।
২৯ এপ্রিল ‘৭১
আনন্দবাজার পত্রিকা