বাংলাদেশ পাক সৈন্য মুক্ত হলেই শরণার্থীরা ফিরে যাবেন
হােসেন আলি
নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ পাক সৈন্য মুক্ত হলেই শরণার্থীরা সেখানে ফিরে যাবেন। বাংলাদেশ মিশনের প্রধান শ্ৰীহােসেন আলি বেহালা রােটারি ক্লাব আয়ােজিত এক সম্বর্ধনা সভায় শুক্রবার ওই কথা বলেন।
রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল শ্রী উ থানট সাহায্যের জন্য সম্প্রতি যে আবেদন জানিয়েছেন তা থেকেই বাংলাদেশের অস্বাভাবিক অবস্থার কথা প্রমাণিত হয়। তিনি বলেন, পাক সৈন্যদের বর্বরতার কথা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
ভারতের জনসাধারণের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভারত যদিও বাংলাদেশে অস্ত্র দেয়নি, তবু তার সাহায্য ও নৈতিক সমর্থন তাদের প্রেরণা দিয়েছে। ভারত সরকার লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়ে মানব প্রেমের যে প্রমাণ দিয়েছেন, তা তুলনাহীন। বাংলাদেশের মানুষ জানে, তাদের দুঃসময়ে অন্তত একটি আশ্রয়ের স্থান আছে এবং তা হল ভারত।
২৪ ডিসেম্বর ‘৭১
আনন্দবাজার পত্রিকা