শরণার্থীদের জন্য পৌনে দু’লক্ষ কম্বল পাঠানাে হয়েছে
স্টাফ রিপাের্টার । ভারত সরকারের পুনর্বাসন দফতর শরণার্থীদের মধ্যে পৌনে দু লক্ষ কম্বল বিতরণের জন্য উত্তরবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয় শরণার্থী শিবিরে পাঠিয়েছেন।
মঙ্গলবার রাত্রে কলকাতার শাখা অফিস থেকে এক প্রেসনােটে ওই তথ্য জানানাে হয় এবং বলা হয় ৫০ লক্ষ কম্বল বিতরণ করার ব্যাবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ওই কম্বল ইউনিসেফের মাধ্যমে পাওয়া গিয়েছে।
ওই প্রেস নােটে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আবেদন করে বলা হয়েছে তাঁদের কাছে কোন কম্বল এলে তা যেন তাড়াতাড়ি কলকাতার ভারত সরকারের উদ্বাস্তু ও ত্রাণ অফিসে জমা দেওয়া হয়। সরকার চান, কম্বল সরকারীভাবে বন্টন করা হােক।
আর একটি প্রেসনােটে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ১৬ লক্ষ ৮ হাজার শরণার্থী এসেছেন। এখন দৈনিক পশ্চিমবঙ্গে ১৪ হাজার করে আসেছেন।
১০ নভেম্বর ‘৭১
আনন্দবাজার