সীমান্তের কাছের শরণার্থীদের আগে ফেরৎ পাঠানাে হবে যে-সব শরণার্থী পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে বাংলাদেশের পনের-বিশ মাইল এলাকার মধ্যে বসবাস করতেন, তাঁদেরই সর্বাগ্রে ফেরৎ পাঠানাে হবে। এই সিদ্ধান্ত অনুসারে ২৪ পরগণার বনগাঁ এবং পশ্চিম দিনাজপুর জেলার শিবিরগুলির শরণার্থীদের আগামী ইংরাজি বছরের শুরুতে পাঠাবার ব্যবস্থা হচ্ছে।
পশ্চিমবঙ্গের শিবিরগুলিতে শরণার্থীর সংখ্যা এখন ৪৮ লক্ষের মতাে। শিবির বহির্ভুত শরণার্থীদের মধ্যে এ পর্যন্ত প্রায় লক্ষাধিক নিজেদের উদ্যোগে ফিরে গিয়েছেন। তবে, শিবিরগুলি থেকে যথেষ্ট সংখ্যক শরণার্থীকে বাংলাদেশে পাঠাবার পর কিছুদিন তাদের অনেককেই রিসেপশান ক্যামপ’-এ রাখার প্রয়ােজন হতে পারে। যাওয়ার সময় তাঁদের প্রত্যেকে দুই সপ্তাহের মতাে রেশন দেওয়া হবে।
বৃহস্পতিবার রাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বেসরকারী উদ্যোগে মালপত্র চলাচল করতে দেওয়া হবে না। আপাতত দুই দেশের মধ্যে পণ্য বিনিময় হলে তা সরকার নিয়ন্ত্রিত হবে।
২৪ ডিসেম্বর ‘৭১
আনন্দবাজার পত্রিকা