শরণার্থীদের জন্য ৭টি শিল্পউপনগরী স্থাপনের প্রস্তাব
বিশেষ সংবাদদাতা নয়াদিল্লি, ২৮ অক্টোবর-প্রচুর শরণার্থী সমাগম হয়েছে এমন কয়টি জেলা কলকাতা, ২৪ পরগণা, হুগলি ও বর্ধমানে ৭টি শিল্প উপনগরী স্থাপন এবং ওখানে তিনটি শিল্প এলাকার উন্নয়নের সুপারিশ করেছেন। পশ্চিমবঙ্গের পুনর্বাসন কাজ সমীক্ষা কমিটি। তাদের নবম রিপাের্টে এই সুপারিশ করা হয়েছে।
কমিটির হিসাব, এই উপনগরী ও এলাকাগুলিতে তিনটিরও বেশি মাঝারি ধরনের শিল্প ও ২৩৬টি ক্ষুদ্রায়তন শিল্পে কাজ চলবে। এই শিল্প কারখানগুলিতে ৬০০০ লােকের কাজ হবে। এঁদের মধ্যে ৪০০০ জন হবেন শরণার্থী ।
সরকার মােট টাকা দেবেন ৩ কোটি ৫৩ লক্ষ টাকা।
কমিটির চেয়ারম্যান শ্ৰী এন সি চট্টোপাধ্যায় শ্রম ও পুনর্বাসনমন্ত্রীর কাছে এই সুপারিশগুলি পাঠিয়ে বলেছেন, পূ: বঙ্গে বেকার সমস্যা চিরন্তন এবং ক্রমাগত শরণার্থী সমাগম এই সমস্যাকে আরও ভয়াবহ করে তুলেছে।
কমিটি সুতরাং মনে করেন যে, শরণার্থীদের জন্য কর্মসংস্থানভিত্তিক শিল্প স্থাপনের জন্য অগ্রসর হওয়া বুদ্ধির পরিচায়ক হবে। তিনি এই আশাও প্রকাশ করেছেন এই রিপাের্টি সরকারের সহানুভুতি লাভ করতে সক্ষম হবে।
২৯ অক্টোবর ‘৭১
আনন্দবাজার