পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থীরা ৮ নভেম্বরের মধ্যে অতি অবশ্য নিজেদের নাম রেজেস্ট্রী করুন এ দেশের আইন (ফরেনার্স অ্যাক্ট) অনুসারে আগামী ৮ নভেম্বরের (১৯৭১) মধ্যে পূর্ববঙ্গ থেকে আগত সমস্ত শরণার্থীকেই অতি অবশ্য নিজেদের নাম রেজেস্ট্রী করিয়ে নিতে হবে। যারা শিবিরে আছেন তাঁরা ক্যাম্প কম্যানড্যান্ট-এর কাছে এবং যারা ক্যাম্পের বাইরে বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের কাছে রয়েছেন তাঁরা নিকটবর্তী থানায় গিয়ে নিজেদের নাম রেজেস্ট্রী করিয়ে নেবেন। নাম রেজেস্ত্রীর জন্য যা যা করণীয় তা ক্যাম্প কম্যানড্যান্ট বা থানার মূখ্য অফিসারের কাছে গেলেই তারা এ বিষয়ে সব বুঝিয়ে দেবেন।
৩০ অক্টোবর ‘৭১
আনন্দবাজার