You dont have javascript enabled! Please enable it!

মেদিনীপুরের ক্যামপগুলিতে কিছুক্ষণ

সম্প্রতি মেদিনীপুর জেলার শালবনী ও বৃন্দাবনপুর আর বাঁকুড়া জেলায় পিয়ারডােবা ও গামারভী শরণার্থী ক্যাম্পগুলি ঘুরে এসে দেখলাম শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ক্যাম্পগুলির শুধু আক্ষরিক অর্থেই ‘প্রতিষ্ঠা’ নয়, ওদের প্রাণপ্রতিষ্ঠাও হয়েছে। দেখলাম শরণার্থীরা ধীরে ধীরে ভুলতে চেষ্টা করছেন অতীতের দুঃস্বপ্ন-ভরা দিনগুলির কথা-ভালবাসতে শুরু করেছেন কঙ্করময় মেদিনীপুর আর বাঁকুড়ার মাটিকে। তাই দেখলাম শালবনীতে ক্যাম্পে ঢােকার রাস্তার মুখে ওঁয়া বড় বড় হরফে লিখেছেন-জয় বাংলা পথ। ক্যাম্পগুলির ভেতরে ঢুকে দেখলাম শুধু লিখেই ওঁরা ক্ষান্ত হননি-সত্যিকারের সােনার বাংলা আর জয় বাংলার প্রতিষ্ঠা করার জন্য এদেশের মাটিতেই তারা নিজেরাই উদ্যোগী হয়ে কাজ শুরু করে দিয়েছেন। দেখলাম পুরুষরা একদিকে জড়াে হয়ে বাঁশ দিয়ে ধাচা বাঁধতে শুরু করেছেন। ওখানে ওঁদের ছেলেমেয়েদের জন্য স্কুল হবে। আরও জড়াে হয়েছেন মহিলারা। তারা অপরদিকে তৈরী করছেন ক্র্যাফট সেনটার-যেখানে মহিলাদের

গণমাধ্যম (ষষ্ঠ খণ্ড) ০ ১৬

নানাবিধ বৃত্তিতে শিক্ষা দেওয়া হবে যাতে তারা কিছু অর্থ উপার্জন করতে পারেন। শিশুদের বিদ্যালয়ের জন্য শিক্ষক-শিক্ষিকা বাছার পালাও শেষ। আর ক্র্যাফট সেনটারে যারা বৃত্তিমূলক শিক্ষা দেবেন তারাও তৈরী । তাঁরা সবাই অপেক্ষা করছেন শুধু বাড়ীগুলি তৈরী হওয়ার জন্য। আর তাই নিজেরাই কোমর বেঁধে লেগে পড়েছেন দ্রুত নির্মাণের কাজে।

২১ সেপ্টেম্বর ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!