You dont have javascript enabled! Please enable it! 1971.10.06 | শরণার্থীদের জন্য দেশে দেশে অনশন - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের জন্য দেশে দেশে অনশন।

রােম, ৫ অক্টোবর-ইতালীর বিশপ সম্মেলন বাংলাদেশ শরণার্থীদের সাহায্যের জন্য দেশব্যাপী এক আবেদন প্রচার করেছেন এবং আগামী রবিবার ১০ অক্টোবর সারা দেশে অনশনের দিন স্থির করেছেন। গত রবিবার ষষ্ঠ পােপ পল অনুরূপ আবেদন প্রচার করেছিলেন। এতে অনুপ্রাণিত হয়ে সম্মেলন এই সিদ্ধান্ত নেন। ভ্যাটিক্যান সংবাদপত্র ‘লােসার ভাটোর রােসাত’ শরণার্থীদের দুঃখদুর্দশার কাহিনী বিবৃত করে গতকাল তিন পৃষ্ঠাব্যাপী এক ক্রোড়পত্র প্রকাশ করেছে।

ক্যানবেরায় ৩ জনের ক্যানবেরার আর এক খবরে প্রকাশ, সেখানে পারলামেন্ট হাউসের সামনে মঙ্গলবার তিনজন লােক অনশন শুরু করেছেন এবং বাংলাদেশ শরণার্থীদের জন্য অস্ট্রেলিয়া সরকার অন্তত ১ কোটি ডলার জরুরী সাহায্য না দিলে তারা অনশন চালিয়ে যাবেন। এই তিনজন হলেন ইন্দোনেশীয় লেখক পল পেয়ারনােমাে (৩৬), পল ইভান (২২) ও মেলবােরন-এর স্টীভ য়ুনি।

রয়টার ও ইউ পি আই । ৬ অক্টোবর ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা