শরণার্থীদের দুর্দশা লাঘব দাবি করে আর সি পি আই-এর স্মারকলিপি পেশ
স্টাফ রিপােরটার । সম্প্রতি ভারতের বিপ্লবী কম্যুনিস্ট পারটির (আশুতােষ মুখারজি রােড) পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপাল শ্রী এ এল ডায়াসের কাছে শরণার্থীদের দুর্দশার লাঘবের দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। এর আগে ওই প্রতিনিধি দল ২৪ পরগণার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে আসেন। রাজ্যপাল শরণার্থীদের অভাব অভিযােগের প্রতিবিধানের আশ্বাস দেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই পারটির পক্ষে অভিযােগ করা হয় যে, বিভিন্ন শিবিরে পশ্চিমবঙ্গ সরকার নিয়ােজিত কিছু কর্মচারী স্থানীয় কিছু কিছু অসৎ ব্যক্তির যােগসাজসে দুর্ণীতির জাল বিস্তার করে শরণার্থীদের চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। | প্রতিনিধি দলে ছিলেন, সর্বশ্রী বিভূতি নন্দী, সুধীর দাশগুপ্ত, সুধীর দাশশর্মা, নৃপেন রায়, পবিত্র রায় প্রভৃতি।
২৯ অক্টোবর ‘৭১