You dont have javascript enabled! Please enable it! 1971.10.06 | শরণার্থীদের জন্য বিশ্ব ব্যাংক - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের জন্য বিশ্ব ব্যাংক ভারতকে আরও সাহায্য দিতে চান। নয়াদিল্লি, অক্টোবর-১৯৭১-৭২ সালে ভারতকে অতিরিক্ত সাহায্য দানের বিষয়টি বিবেচনা করতে একটি বৈঠকের আয়ােজন করার জন্য বিশ্ব ব্যাংক ভারত সাহায্য সংস্থার বড় বড় সদস্যগুলির সঙ্গে আলােচনা করছেন। বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের ব্যয়ভার মেটানাের ব্যাপারেই বিশ্বব্যাংকের এই প্রয়াস।

এই বৈঠকে হয়ত বসবে প্যারিসে এই মাসের শেষে অথবা নবেম্বরে। বিশ্বব্যাংক সাহায্য সংস্থার সদস্য রাষ্ট্র গুলির কাছে পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থীদের জন্য ভারত সরকারের উপর যে বিরাট অর্থনৈতিক চাপ পড়েছে সে ব্যাপারে বিশেষ রিপাের্ট পাঠিয়েছেন। | বিশ্ব ব্যাংক নাকি মনে করেন, এই ৯০ লক্ষ শরণার্থীর চাপের মােকাবিলার জন্য ভারতকে উপযুক্ত ভাবে সাহায্য না করলে ভারতের সমস্ত উন্নয়নমূলক প্রচেষ্টা মাঠে মারা যাবে এবং তার অর্থনীতির ওপর নতুন করে চাপ পড়বে।

ব্যাংক মনে করেন যে, ১৯৭১-৭২ সালে শরণার্থীদের জন্য ভারতের অতিরিক্ত ব্যয় হবে ৬০০ কোটি টাকা। যে পরিমাণ বৈদেশিক সাহায্য দেওয়া হয়েছে ওই অর্থের এক চতুর্থাংশের মতাে।

৬ অক্টোবর ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা