You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী-সাহায্যে সিকিম মহারাজ তিনটি অ্যামবুলেন্স দিলেন

স্টাফ রিপাের্টার । শনিবার সকালে রাজভবনে সিকিমের মহারাজা শরণার্থীদের ব্যাপারে ব্যবহারের জন্য বাংলাদেশ সহায়ক সমিতিকে তিনটি অ্যামবুলেন্স দান করেন। এই উপলক্ষে চোগিয়াল বলেন যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা এবং ভারত ও অন্যান্য দেশের সহানুভূতি ও সাহায্য সত্ত্বেও এই লক্ষ লক্ষ হতভাগ্যের দুঃখকষ্টে সিকিমের অধিবাসিরা ব্যথিত।

সমিতির পক্ষে শ্রী এস সি রায় ত্রাণ দ্রব্যসহ ওই অ্যামবুলেন্সগুলি গ্রহণ করেন। রাজ্যপাল শ্ৰীডায়াস ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

জাপানি ট্রাকগুলি পড়ে আছে। ইতিপূর্বে ইউনিসেফ বাংলাদেশের শরণার্থীদের রেশন বহন ইত্যাদি কাজে ব্যবহারের উদ্দেশ্যে ২৭০টির মতাে যে জাপানি ট্রাক দিয়েছিলেন সেগুলি ময়দানে আউট্রাম রােডের কাছে কেন পড়ে রয়েছে? জনৈক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে এদিন উদ্বাস্তু ত্রাণ কমিশনার ড. বি কে ভট্টাচার্য বলেন, ১৬টি ট্রাক ইতিমধ্যে। জেলায় পাঠানাে হয়েছে। অন্যগুলিকেও টেকনিকাল টেস্ট হয়ে যাওয়া মাত্র পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের সংশিষ্ট ত্রাণ দফতরের কাছ থেকে এখনও সব কটি ট্রাকের চাবি এবং কাগজপত্র পাওয়া যায়নি। প্রেরণে বিলম্বের এটিও অন্যতম কারণ।

১৯ সেপ্টেম্বর ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!