শরণার্থীদের জন্য উপবাস ও প্রার্থনা
পােপের প্রস্তাব।
রােম, ১০ অক্টোবর-ভ্যাটিক্যানের পােপ পল বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে গত রবিবার প্রার্থনা ও উপবাসের প্রস্তাব করেন। তিনি বলেন, প্রায় ১০ লক্ষ শরণার্থী ভারতে এসেছেন। এদের মধ্যে বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় ৮ লক্ষ শিশু।
সমগ্র রােমে বিভিন্ন গিরজায় শরণার্থীদের জন্য বিশেষ প্রার্থনা সভায় অনুষ্ঠানে পােপ সম্মত হয়েছেন। এই সব সভায় শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করা হবে।
পি টি আই। ১১ অক্টোবর ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা