শরণার্থী সমস্যার অত্যুক্তি করা যায় না। টোকিও, ২৬ সেপ্টেম্বর-যে জাপানী সংসদীয় দল ভারত সফরে এসেছিলেন তাদের নেতা শ্রীযােশিবহা সাকুরাউচি সাংবাদিকদের নিকট একটি বিবৃতিতে বলেন বাংলাদেশের শরণার্থী সমস্যা সম্পর্কে কিছুতেই অত্যুক্তি হয় না। দলটি গতকাল রাত্রে এখানে ফিরে এসেছেন। | শ্রীসাকুরাউচি বলেন তিনি শিবিরগুলিও দেখেছেন শরণার্থীদের দলে দলে আসতেও দেখেছেন। তিনি বলেন, “আমি অভিভুত হয়ে গেছি। এর বিশালতা বর্ণনা করবার মতাে আমার ভাষা নেই।’ | তিনি বলেন রাষ্ট্রপুঞ্জের অথবা অন্য কোন আন্তর্জাতিক সংস্থার এই সমস্যা সমাধানের ভার গ্রহণ করা উচিত। এ দায়িত্ব সারা বিশ্বের । ৮০,৯০ লক্ষ শরণার্থীকে শুধু খাদ্য ও আশ্রয় দেওয়াতেই ভারতের অর্থনীতির উপর দারুণ চাপ পড়ছে। | এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের বহু শরণার্থী শিবির দেখেছেন। তাঁরা দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং শরণার্থী সমস্যা সহ বহু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলােচনা করেছেন। শ্রীসাকুরাউচি শীঘ্রই সরকারের নিকট তাঁর রিপাের্ট দাখিল করবেন।
পি টি আই। ২৭ সেপ্টেম্বর ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা