বাংলাদেশ মুক্তি সংগ্রামে জয়ী হবেই
ছেদীজগন। বাংলাদেশের জনগণ মুক্তি সংগ্রামে জয়ী হবেই। কেননা পৃথিবীর কোন দেশেই স্বৈরাচারী শাসন জনগণের স্বাধীনতার সংগ্রামকে দমিয়ে রাখতে পারেনি, ইয়াহিয়া সরকারও পারবেন না। বৃহস্পতিবার কলকাতায় স্টুডেন্টস হলে পশ্চিমবঙ্গ শান্তি সংসদ আয়ােজিত সম্পর্কে ভাষণদানকালে গায়েনার প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীছেদি জগন ওই কথা বলেন। এতে সভাপতিত্ব করেন শ্রীধরনী গােস্বামী।
শ্রীজগন এখানে অবস্থানকালে সীমান্তে কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। তিনি এদিন রাত্রেই হ্যানয় রওনা হয়ে যান সেখান থেকে তিনি যাবেন মসকোতে।
শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে শ্রীজগন বলেন, মনুষ্যত্বের চরম অবমাননা করা হয়েছে বাংলাদেশে। সামরিক শাসন কর্তৃপক্ষ তাদেরই তত্ত্বাবধানে নির্বাচন করার পরও জনগণের নির্বাচিত সরকারকে বাতিল করে দিয়েছেন। এ অবমাননা তাঁর নিজের দেশেও ক’বছর আগে হয়েছিল। তিনি বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের মুক্তি সংগ্রাম আপাতদৃষ্টিতে পৃথক মনে হলেও উভয়ের লক্ষ্য এক এবং অভিন্ন। এদিন বৃষ্টি বাদলা থাকাতেও শ্রীজগনের বক্তৃতা শুনতে প্রচুর জনসমাগম হয়।
২০ আগস্ট ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা