You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের জন্য কেন্দ্রের ২০০ কোটি টাকা মঞ্জুর

বিশেষ সংবাদদাতা নয়াদিল্লি, ৯ আগস্ট-লােকসভা আজ পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারে বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের ব্যয়নির্বাহের জন্য ২০০ কোটি টাকা মঞ্জুর করেছে। রাজস্ব মন্ত্রকের মন্ত্রী শ্রী কে আর গণেশ বলেন, মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণকে সাহায্য করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই ২০০ কোটি টাকা বাংলাদেশের স্বাধীনতার জন্যই মঞ্জুর করা হচ্ছে। ঐ দেশের একদশমাংশ লােক ইতিমধ্যে ভারতে এসে হাজির হয়েছেন। এজন্য দরকার হলে সরকার নতুন কর বসাতেও দ্বিধা করবেন না।

পুনর্বাসন মন্ত্রী শ্রী আর কে খাদিলকর বলেন, বাংলাদেশের শরণার্থীদের জন্য যে ২০০ কোটি টাকা মঞ্জুর করা হচ্ছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ভারত যে সমর্থন করে তাই ব্যক্ত করা হচ্ছে। তিনি বলেন, ভারত এ সম্পর্কে বিভিন্ন দেশ থেকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে।

১০ আগস্ট ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!