You dont have javascript enabled! Please enable it!

বিষ্ণুপুরে শরণার্থী সমাগম বিষ্ণুপুর (বাঁকুড়া) ২৬ জুলাইবিষ্ণুপুর পিয়ারডােবা নিকটবর্তী অঞ্চলের অধিবাসীরাও তাদের সাধ্যমত করেছেন শরণার্থীদের আসার দিন তাদের সব প্রকার সাহায্য করতে। সরকারী বেসরকারী স্তরে সম্ভাব্য সকল প্রকার সাহায্য করা হয়। কিন্তু ক্রমাগত বর্ষণে শরণার্থীদেরে দুর্দশা অবর্ণনীয় পিয়ারডােবা নিকটবর্তী শিবিরগুলিতে প্রায় ১৮০০ শরণার্থী এসেছেন।

২৭ জুলাই৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা