You dont have javascript enabled! Please enable it! 1971.07.27 | ১ লক্ষ ৩৬ হাজার শরণার্থীকে মানায়, গয়া ও এলাহাবাদে এবং ২৪ হাজার জনকে ত্রিপুরা থেকে গৌহাটিতে পাঠানাে হয়েছে - সংগ্রামের নোটবুক

শরণার্থী ৭০ লক্ষ পশ্চিমবঙ্গ থেকে লক্ষ ৩৬ হাজার শরণার্থীকে মানায়, গয়া এলাহাবাদে এবং ২৪ হাজার জনকে ত্রিপুরা থেকে গৌহাটিতে পাঠানাে হয়েছে।

সর্বশেষ খবরে জানা যায়, পর্যন্ত ভারতে মােট ৬৯.৬৪ লক্ষ শরণার্থী এসেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫২.৭৩ লক্ষ, ত্রিপুরায় ১১.৪৯ লক্ষ, মেঘালয়ে .০১ লক্ষ, আসামে .৩৩ লক্ষ এবং বিহারে .০৮ লক্ষ রয়েছেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম, বিহার, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ১৫টি কেন্দ্রীয় ট্রানজিট ক্যাম্পে মােট ,৩৩,০৮৬ জন শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। শিবিরের বাইরে রয়েছেন ২১.২০ জন শরণার্থী

| ২৭ জুলাই৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা