অনির্দিষ্টকালের জন্য ভারত শরণার্থীদের দায়িত্ব নেবে না -শ্রীমতি গান্ধী।
নয়াদিল্লি, ২৭ জুলাই-বাংলাদেশ থেকে ভারতে আগত শরণার্থীদের দেশে ফিরে যেতে দেওয়া হচ্ছে না বলে পাকিস্তানী কর্তৃপক্ষ যে অভিযােগ করেছে, প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী আজ তাকে ‘ভাওতা বলে অভিহিত করেন।
কংগ্রেস সােস্যালিস্ট ফোরাম আয়ােজিত এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি ঐ মন্তব্য করেন । শ্ৰীমতী গান্ধী বলেন : ভারত সরকার বরং একাধিকবার সুস্পষ্টভাবে বলেছেন-শরণার্থীদের যত শীঘ্র সম্ভব দেশে ফিরে যাক, তারা তাই চান।
শ্ৰীমতী গান্ধী আবার জানান যে, ভারত অনির্দিষ্টকালের জন্য শরণার্থীদের দায়িত্ব নেবে না। বিপুল সংখ্যক শরণার্থীদের জন্য বিদেশ থেকে যে সাহায্য পাওয়া গিয়েছে, প্রধানমন্ত্রী সে জন্য ধন্যবাদ জানান। তবে তিনি বলেন যে, ভারত বিশেষ কোন দেশের উপর নির্ভরশীল নয়।
এর আগে এই সমাবেশে যােগদানকারীরা ফোরড ফাউনডেশন অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং মার্কিণ সরকারের ভারত-বিরােধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
২৮ জুলাই ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা