You dont have javascript enabled! Please enable it!

চীনা আচরণে বাংলাদেশ কমিউনিস্ট পারটি মর্মাহত কেন্দ্রীয় কমিটির প্রস্তাব

–অমিয় দেবরায়

আগরতলা, ২৭ মে-বাংলাদেশের কমিউনিসট পারটির কেন্দ্রীয় কমিটির বৈঠক বাংলাদেশের কোন একজায়গায় শেষ হয়েছে। কমিটি কয়েকটি প্রস্তাব গ্রহণ করেছেন। সেগুলির মর্ম (এক) বাংলাদেশ সম্পর্কে চীনের ভূমিকায় বাংলাদেশের কমিউনিস্ট পারটি বিস্মিত ও মর্মাহত। কেন্দ্রীয় কমিটি কিছুতেই বুঝতে পারছেন না যে, বাংলাদেশের জনগণের উপরে যে পাকিস্তানী জঙ্গীশাহী ইতিহাসের নৃশংসতম অত্যাচার ও গণহত্যা চালিয়েছে, সেই জঙ্গীশাহীকে চীন সমর্থন করল কোন তত্ত্বের ভিত্তিতে? | (দুই) কমিটি শেখ মুজিবর রহমান ও সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানাচ্ছেন। বিশ্বের সমস্ত প্রগতিশলি শক্তিকে এই দাবি সমর্থনের অনুরােধ করা হচ্ছে। | (তিন) কমিটি শপথ নিচ্ছেন যে, শেষ দখলদার সৈন্যটি বাংলাদেশের মাটি না ছাড়া পর্যন্ত বাংলাদেশের | মুক্তিসংগ্রামে তারা অংশ নিয়ে যাবেন। | (চার) এই সংগ্রামে একটি জাতীয় ফ্রনট গড়ে তােলা উচিত বলে কমিটি মনে করেন। এই ফ্রনটে থাকবেন- আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী পারটি, কমিউনিসট পারটি ও সমস্ত প্রকৃত দেশ প্রেমিক শক্তিসমূহ। ফ্রনটের একট ন্যূনতম কর্মসূচী থাকবে। (পাঁচ) ফ্রনটের লক্ষ হবে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, | ব্যাংক-বীমা-পাট শিল্প, জাতীয়করণ ইত্যাদি।

২৮ মে, ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৮, আনন্দবাজার পত্রিকা

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!