২১ জানুয়ারী ১৯৭২ঃ ডিপি ধর আবারো ঢাকায় এসেছেন।
ভারতের পর রাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারক সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডিপি ধর ঢাকা পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন ২য় বার বিশেষ করে বঙ্গবন্ধু যখন দেশে ফিরেছে তখন তার ঢাকা আসাটা তার পক্ষে খুবই আনন্দের ব্যাপার। আগের সফরে বঙ্গবন্ধুর অভাবে তিনি তার হৃদয়ের মধ্যে গভীর শুন্যতা উপলব্ধি করেছিলেন। বিকেলে ধর পর রাষ্ট্র মন্ত্রি আব্দুস সামাদ আজাদের সাথে বৈঠক করেন। ৪৫ মিনিট ব্যাপী এ আলোচনায় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলাপ আলোচনা করেন। আজাদ পরে সাংবাদিকদের বলেন তার সাম্প্রতিক ভারত সফরের আলোকে এই সফরে ধর তার সাথে আলাপ আলোচনা করেছেন।