কাপুরুষতা
বাংলাদেশের এই চরমতম সংকটের দিনে একমাত্র ভারত ছাড়া আর কোন গণতন্ত্রী দেশের মানবিক সহযােগিতার কোনই সাক্ষাৎ নির্দশন দেখতে পাচ্ছি না। পাকিস্তানের ঘরােয়া ঝামেলার মধ্যে এরা নাক। গলাতে চান না-এই বােধ করি এঁদের সামরিক যুক্তি। এ বিষয় একটা দৃষ্টান্ত দিচ্ছি। যদি আমার সংসারের কেউ আমারই সংসারে কারও দ্বারা অন্যায় আঘাত পান তাহলে কী আমার প্রতিবেশী শুধুমাত্র দর্শক হিসাবে নীরব থাকবেন? যদি আমায় কেউ মেরে ফেলেন বা মারতে আসেন অন্যায়ভাবে তাহালেও কী প্রতিবেশীর কর্তব্য নয় সেই দৃষ্কৃতকারীর হাত থেকে আমায় বাঁচনাে? সভ্যতার নামে, মানবিকতার নামে এই নীরবতার নাম চরম কাপুরুষতা ছাড়া আর কী? রবীন্দ্রনাথ বসু, কলকাতা।
১০ মে, ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খন্ড -০৭ , আনন্দবাজার পত্রিকা