You dont have javascript enabled! Please enable it! 1972.02.06 | এই অন্ধকারের জীবদের ক্ষমা নাই | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

১৯৭২ এর ফেব্রুয়ারি মাসেই “ভুয়া মুক্তিবাহিনী” গঠন করে চোর-ডাকাত-যুদ্ধাপরাধী-সুবিধাবাদীরা নানান অপকর্ম সুযোগ সুবিধা নেয়া শুরু করে। এসম্পর্কে ফেব্রুয়ারির ৬ তারিখে ইত্তেফাকের প্রথম পাতায় এভাবেই শিরোনাম করা হয়। এদের অনেকেই আজ পুরোপুরি “আসল মুক্তিযোদ্ধা” বনে গিয়েছে যাদের মার্কেটিং এর তোড়ে আসল মুক্তিযোদ্ধাদের কণ্ঠ খুঁজে পাওয়া যায়না।