You dont have javascript enabled! Please enable it!

৬৩০টি চিঠি

লন্ডনের সান্ধ্য দৈনিক ইভিনিং স্টান্ডার্ড অফিস ফেরত প্রায় মানুষের হাতেই | দেখা যেত। ১২ মে ১৯৭১ সালে ভেতরের পাতায় তারা সচিত্র এক প্রতিবেদন ছাপে। প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে পাচজন বাঙালি দাড়িয়ে আছেন, হাতে তাদের চিঠির বোঝা। ল্যাংকশায়ার ও আশেপাশের কাউন্টির বাঙালিদের নিয়ে গঠিত অ্যাকশন কমিটির পাঁচজন সদস্য লন্ডনে ওয়েস্টমিনিস্টার বা পার্লামেন্টের সামনে দাড়িয়েছেন। ৬৩০টি চিঠি। প্রত্যেক এম.পি-র জন্য একটি করে । চিঠিতে আছে পূর্ববঙ্গে যে গণহত্যা চলছে তার বিবরণ। পার্লামেন্ট নর্থ কেনসিংটনের লেবার এম,পি, ব্রুস ডগলাস মানের গণহত্যা নিয়ে বিতর্ক শুরু করার কথা। সেখানে তার আহ্বান থাকবে সরকারের প্রতি প্রভাব বিস্তার করে পূর্ববঙ্গে যুদ্ধ বন্ধ করা। তবে, হাউস অব কমনসের আইন অনুযায়ী তারা নিজ হাতে চিঠি বিতরণ করতে পারেননি। ডাকেই চিঠিগুলি পাঠাতে হয়েছিল। যে পাঁচজন গিয়েছিলেন ওয়েস্টমিনিস্টারে চিঠি দিতে তারা হলেন এম, রহমান, জহির চৌধুরী, নজরুল ইসলাম, এ,কে, কামালউদ্দিন এবং লতিফ আহমেদ।ত্র: ইভিনিং স্টার্চ, ১২-০৫-১৯৭১

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!