২০ জানুয়ারী ১৯৭১ঃ জয়বাংলা রেকর্ড প্রস্তুত
নির্বাচনকালীন জয় বাংলা গানটি নিয়ে তরুণ প্রজন্ম খুব আগ্রহ দেখিয়েছে। তবে একাত্তরের জয় বাংলা রেকর্ড প্রস্তুতের ইতিহাসটা হয়ত কিছুটা চাপা পড়ে গিয়েছে। ৭১ সালের ২০ জানুয়ারি করাচীর একটি স্টুডিওতে গ্রামোফোন কোম্পানি অব ইস্ট পাকিস্তান দেশাত্মবোধক গানের ২টি গ্রামোফোন রেকর্ড চূড়ান্ত করে। তারা সেখানে গানগুলি রেকর্ড করে। এর একটি রেকর্ড জয়বাংলা রেকর্ড নামে বাজারে আসার ব্যবস্থা হচ্ছিলো। রেকর্ডের কাভারে বঙ্গবন্ধুর একটি স্কেচ দেয়া হয়েছে। বাজারে ছাড়ার আগে বঙ্গবন্ধুকে এই রেকর্ড উপহার দেয়া হবে – এমনই পরিকল্পনা ছিলো। রেকর্ডের শিল্পীরা হলেন ফিরোজা বেগম, সাবিনা ইয়াসমিন, জিনাত রেহানা, লায়লা সারওয়ার, রোকসানা আনোয়ার, আহমদ উল্লাহ সিদ্দিকি, নাসির হায়দার, আব্দুল হক ও কাজি আহসানুল হক। গীতিকার নইম গওহর, সঙ্গীত আজাদুর রহমান। মূল্য ধরা ছিলো ১২ টাকা।
সংগ্রামের নোটবুক