২০ জানুয়ারী ১৯৭২ঃ মোহাম্মদপুরে অস্র ও লাশ উদ্ধার
বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর একটি যৌথ দল মোহাম্মাদপুরে বিভিন্ন এলাকা তল্লাশি করে বিপুল পরিমান অস্র উদ্ধার করে এছাড়া মোহাম্মদপুর জয়েন্ট স্টাফ কোয়ার্টারের সম্মুক্ষের ডোবার কচুরিপানার স্তূপ হতে পুলিশ ৪টি বস্তায় ভরা ৪টি মৃতদেহ উদ্ধার করে। গলিত লাশ গুলি সনাক্ত করা সম্ভব হয়নি তবে ধারনা করা হচ্ছে এগুলি বদর বাহিনী দ্বারা নিহত বুদ্ধিজীবীর লাশ।