You dont have javascript enabled! Please enable it! 1972.01.20 | গণহত্যা তদন্ত কমিশন গঠনের আহ্বান - সংগ্রামের নোটবুক

২০ জানুয়ারী ১৯৭২ঃ গণহত্যা তদন্ত কমিশন গঠনের আহ্বান।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ঢাকায় বিশ্ব শান্তি পরিষদের ৮ সদস্য এর একটি প্রতিনিধিদলের সাথে আলাপ প্রসঙ্গে বলেন বাংলাদেশে ৯ মাসে পাক বাহিনীর গণহত্যা তদন্তে আন্তজার্তিক কমিশন গঠনের জন্য বিশ্ব শান্তি পরিষদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন তার শুধু গন হত্যাই চালায়নি হাজার হাজার গ্রাম ধ্বংস করে দিয়েছে, যোগাযোগ বেবস্থা ধ্বংস করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে। তিনি দুঃখ করে বলেন এত নির্মম কর্মকাণ্ডে জাতিসংঘ কোন নিন্দা প্রকাশ করেনি। তিনি আশা প্রকাশ করেন জাতিসংঘ এরুপ তদন্ত কমিশন গঠন করতে পারে এবং তাদের মানবিক কর্মসূচী সমুহ গ্রহন করতে পারে।