২০ জানুয়ারী ১৯৭২ঃ জাতীয় মিলিশিয়াতে যোগ দিন– কম্যুনিস্ট পার্টি
বাংলাদেশ কম্যুনিস্ট পার্টি এক সভায় সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সমস্ত কর্মী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা যেন শীঘ্রই তাদের অস্র যথাস্থানে জমা দেয় এবং জাতীয় মিলিশিয়াতে নাম অন্তর্ভুক্ত করে। সরকারী নির্দেশ মোতাবেক তারা যেন মহকুমা পর্যায়ে ২৬ জানুয়ারির আগেই অস্র জমা দেয়। তিনি বলেন অস্র পাননি কিন্তু প্রশিক্ষনপ্রাপ্ত এমন কর্মীরাও জাতীয় মিলিশিয়াতে যোগ দিবেন।