শেখ মুজিবের বাড়ীতে গোপালগঞ্জ সাব-ডিভিশনাল মুসলিম ছাত্রলীগ গঠিত
২৬ জুন ১৯৪৮ তারিখের গোয়েন্দা রিপোর্টে জানা যায়, একই তারিখে শেখ মুজিবের বাড়ীতে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাব-ডিভিশনাল মুসলিম ছাত্রলীগ গঠিত হয়।
সভাপতি – ইউনুস মোল্লা, পিতা – আলতাফ মোল্লা, কলপুর, গোপালগঞ্জ, ফরিদপুর।
সহ-সভাপতি – মক্তাদির হোসেন, পিতা – দলিলুদ্দিন, বর্নী, গোপালগঞ্জ।
সংক্ষিপ্ত বর্ণনায় বঙ্গবন্ধু বলেন, জমিদারি প্রথা উচ্ছেদ করা উচিৎ। এছাড়া গোপালগঞ্জের এম এল এ মৌলভি শামসুদ্দিন আহমেদের সমালোচনা করে বলেন, যদি তিনি এলাকাবাসীর খাদ্য সমস্যা দূর করতে নাই পারেন, তাহলে তার পদত্যাগ করা উচিৎ। নীচের রেজোল্যুশন পাশ করা হয়।
১। অতি সত্বর জমিদারি প্রথা বন্ধ করতে হবে।
২। এলাকার দুর্ভিক্ষ দূর করতে না পারলে স্থানীয় এম এল এ কে পদত্যাগ করতে হবে।
৩। জনাব জহিরুদ্দিন এম এ কে বিনা শর্তে মুক্তি দিতে হবে।
৪। সরকারী উচ্চ পদের কর্মকর্তাদের (যেমন – মন্ত্রী, সচিব ইত্যাদি) বেতন কমাতে হবে।
মিটিং এর কিছু মিছিল – পাকিস্তান জিন্দাবাদ, গোপালগঞ্জ ছাত্রলীগ জিন্দাবাদ, কায়েদে আযম জিন্দাবাদ, গরিবের জন্য খাবার চাই, গোপালগঞ্জের এম এল এ খাবার দাও, না হয় সরে পড়ো, ইত্যাদি। [1, pp. 34–35]
References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.