You dont have javascript enabled! Please enable it!

সেই আলোচিত কনসার্টের টাকা কত উঠেছিল?
সেটা কি পেয়েছিল শরনার্থিরা?
………………………………..

রবির সাথে শখ্যতা আগে থেকেই। বাংলার ঘটনা নিয়ে কিছু করার কথা ভাবছিলেন রবি শংকর। একটা কনসার্ট করে হাজার পঞ্চাশেক ডলার হলেও চলে। কিন্তু জর্জ বলেছিলেন করবোই যখন মিলিয়ন কেন নয়? ১৯৭১ সালের ১ আগস্ট মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি ও তহবিল সংগ্রহের জন্য রবি শংকরের সাথে নিউয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের শিল্পী জর্জ হ্যারিসন। প্রথম শো’র টিকেট সব সেল হয়ে যাওয়ায় একই দিনে আরেকটি শো হয়। ৪০ থেকে ৫০ হাজার দর্শক সমাগম হয়। কিন্তু এই কনসার্ট ও এলবাম থেকে পাওয়া তৎকালীন আড়াই লাখ ডলার বছরের পর বছর মার্কিন কর কর্মকর্তারা আটকে রেখেছিল। অর্থাৎ আমেরিকার চক্রান্তে শরনার্থিরা সেই সাহায্য পায়নি। তবে যা তারা আটকাতে পারেনি তা হল বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিশ্ববাসীকে জানানো।
.
নৌকাস্কুলঃ
দেশ স্বাধীন হয়েছে। কিন্তু জর্জের ভালোবাসা শেষ হয়ে যায়নি। স্ত্রী অলিভিয়া হ্যারিসন ‘জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফ’ এর প্রতিষ্ঠাতা – যেখান থেকে এখনো বাংলাদেশের শিশুদের জন্য ফান্ডিং করা হয়। এর মধ্যে ইউনিসেফের সাথে মিলে হাওর ও পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নৌকাস্কুল কর্মসূচি অন্যতম। ২০১১ সালে অলিভিয়া বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধ – বাঙালীর ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে – রবি শংকর, জর্জ হ্যারিসন, বিটলস বাঙালীর পাশে থেকে আমাদের করেছেন চিরঋণী। ক্ষুদ্র সামর্থ্যের একজন মানুষ হিসেবে একটা সামান্য পোস্ট দিয়েই কৃতজ্ঞতা শেষ করছি।
.
#concert_for_Bangladesh #কনসার্ট_ফর_বাংলাদেশ #জর্জ_হ্যারিসন #রবি_শংকর

 

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!