You dont have javascript enabled! Please enable it! 1972.01.19 | বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গ - সংগ্রামের নোটবুক

১৯ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গ

ব্রিটিশ কমন্স সভা এবং জাপানের মন্ত্রীসভায় বাংলাদেশ কে স্বীকৃতি দেয়ার বিষয়টি আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্ত নেয়া হয়নি। পরে জাপানী পররাষ্ট্রমন্ত্রী টাকিও ফুকুদা (পরবর্তীতে প্রধানমন্ত্রী) সাংবাদিকদের বলেন এবিষয়ে সরকার সতর্কতার সহিত সিদ্ধান্ত নেবে।  ইন্দোনেশিয়ার পর রাষ্ট্রমন্ত্রী আদম মালিক পাক রাষ্ট্রদুত খাইউরের সাথে এক ঘণ্টা ব্যাপী বৈঠকে বাংলাদেশ কে স্বীকৃতি দেয়ার সম্ভাবনার কথা রাষ্ট্রদুতকে জানিয়েছে। পাক রাষ্ট্রদূত তাকে ইন্দোনেশিয়ার অবস্থান পরিবর্তনের কারন জানতে চেয়েছিলেন। উত্তরে তিনি কি বলেছেন তা সাংবাদিকদের কাছে প্রকাশে অস্বীকৃতি জানান।  ব্রিটেনের হাউজ অব কমন্সে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। হাউজ অব কমন্সে পররাষ্ট্রমন্ত্রী এলেক্স হিউম বলেন এব্যাপারে তার দেশ কমন ওয়েলথ এর সদস্য রাষ্ট্র সমুহের সাথে মত বিনিময় করছে।