You dont have javascript enabled! Please enable it! 1972.01.19 | ১৯ জানুয়ারী ১৯৭২ঃ ব্রিটিশ টেলিভিশন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব  - সংগ্রামের নোটবুক

১৯ জানুয়ারী ১৯৭২ঃ ব্রিটিশ টেলিভিশন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ব্রিটিশ টেলিভিশন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে বলেছেন ১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রে তাকে গ্রেফতারের সময় পাক বাহিনী তাকে দৈহিক আঘাত করেছিল। তিনি বলেন তারা প্রথমে ৪ দিক দিয়ে আমার বাড়ী ঘিরে ফেলে তারপর দুদিক থেকে বাড়ীতে মেশিন গানের গুলি চালায়। তারা আমার ছোট ছেলের ঘরের জানালা দিয়েও ভিতরে গুলি করে। এক পর্যায়ে আমি ঘর থেকে বের হয়ে আসলে তাদের অফিসার তার অধিনস্ত সৈন্যদের আমাকে হত্যা না করার জন্য আদেশ দেয়। তখন সৈন্যরা আমাকে ধাক্কা দিয়ে দিয়ে নীচে নামায়। কেউ একজন পিছন থেকে আমার পিঠে ঘুষি দিয়েছে। (হাবিলদার মেজর খান ওয়াজির)। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়ার প্রাক্কালে তাকে বলি আমার মৃত্যু হলে আমার জনগনের লজ্জা পাওয়ার কোন কারন নেই। কিন্তু আমি যদি নতি স্বীকার করি তা হলে বিশ্ব দরবারে তারা মুখ দেখাতে পারবে না। তারা আমার ৩০ বছরের লেখা ডায়েরীসহ বই, কাগজপত্র নিয়ে যায় এবং বাসার প্রায় সকল জিনিশপত্র ভাংচুর করে। আমার স্ত্রী আমাকে একটি ছোট ব্যাগে কাপড় চোপড় দেয়। তারপর তারা আমাকে নিয়ে যায়।