You dont have javascript enabled! Please enable it! 1971.07.26 | শরণার্থী শিশুদের জন্য লবণহ্রদে বিদ্যালয় হচ্ছে - সংগ্রামের নোটবুক

শরণার্থী শিশুদের জন্য লবণহ্রদে বিদ্যালয় হচ্ছে

| স্টাফ রিপাের্টার বাংলাদেশের শরণার্থী পরিবারের শিশুদের জন্য লবণ হ্রদ এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। চতুর্থ শ্রেণী পর্যন্ত এ বিদ্যালয়টিতে পায় পাঁচশত শিশুর পড়বার ব্যবস্থা হবে : বিনামূল্যে ছাত্রছাত্রীদের বইপত্রও দেওয়া হবে। এর উদ্যোক্তা দ্য ক্যাথিড্রাল সােস্যাল সারভিস।

শুধু স্কুল নয়, ওখানে ছবি আঁকা মূর্তি ও পুতুল গড়ার একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও ওই সংস্থা করেছেন। রােজ ওখানে এক হাজারের মত শিশুকে হাতের কাজে ব্যাপৃত রাখা হবে। প্রতিদিন লবণ হ্রদ এলাকার প্রায় বিশ হাজার শিশুকে তারা দুধ দিচ্ছেন। কল্যাণীতে শরণার্থী পরিবারের ছেলেমেয়েদের জন্য অনুরূপ এক প্রকল্প চালু হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে আগত নিঃসহায় এবং পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন শিশুদের নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা সমাধানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার শালবনিতে একটি শিশু কেন্দ্র খােলার সিদ্ধান্ত করেছেন বলে জানা গিয়েছে।

২৬ জুলাই ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা