ব্রহ্মে শরণার্থীদের চরম দুর্গতি ইয়াহিয়ার সেনাবাহিনীর তাড়া খেয়ে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ হাজার শরণার্থী পশ্চিম ব্রহ্মে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের দুর্গতি চরমে উঠেছে। কলকাতাস্থিত বাংলাদেশ মিশন এই মর্মে এক সংবাদ পেয়েছেন।
ওই সংবাদে আরও জানা যায় যে, অনাহারে চরম দুর্গতির সম্মুখীন হয়ে ওই পঞ্চাশ হাজার শরণার্থীদের একটা বড় অংশ আবার বাংলাদেশে ফিরে যান। কিন্তু পাকিস্তানী সৈন্য ও মুসলিম লীগের সদস্যদের তাড়া খেয়ে আবার বাংলাদেশ ছেড়ে এদিক-সেদিক ছড়িয়ে পড়েন। এঁদের বেশির ভাগই বৌদ্ধধর্মাবলম্বী।
২৪ জুলাই ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা