You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের উদ্বাস্তুত্রাণে ব্রিটেনের দশ লক্ষ স্টারলিং দান লন্ডন, … ২২ মে-রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু ত্রাণ হাইকমিশনার অথবা ভারত সরকারের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপুঞ্জের অন্যান্য সংস্থার মাধ্যমে ভারতে পুর্ববঙ্গের উদ্বাস্তুরের অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করার জন্য ব্রিটেন উথানটকে দশ লক্ষ স্টারলিং সাহায্য করেছে।

 

তবু ও অন্যান্য সাজসরঞ্জামাদি সহ উদ্বাস্তুদের আশ্রয়দানের ব্যবস্থা করার জন্য এই অর্থ দেওয়া হয়েছে।

হেভি ইনজিনিয়ারিং করপােরেশনের কলকাতার কর্মী সমিতি বাংলাদেশ মিশন-এর প্রধান শ্ৰীহােসেন আলির হাতে একটি ১০০১ টাকার চেক বাংলাদেশ অধিবাসীদের স্বাধীনতা সংগ্রামের সাহায্যে প্রদান করেছেন।

উদ্বাস্তুরা দেশে ফিরে নিরাপদ বােধ করবেন এমন অবস্থা চাই

-শ্রীমতি গান্ধী

বিশেষ সংবাদদাতা নয়াদিল্লি, ২২ মে-প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী বাংলাদেশের উদ্বাস্তুদের প্রসঙ্গে আজ বলেন, উদ্বাস্তুরা তাঁদের দেশে ফিরে গেলে, যাতে নিরাপদে জীবনযাপন করতে পারেন, বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টির দিকেই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

আজ নব কংগ্রেস সংসদীয় দলের সাধারণ সভায় প্রধানমন্ত্রী দেশের এই বিরাট সমস্যার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বাংলাদেশের অগণিত উদ্বাস্তুর দরুণ ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষ উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে।

শ্রীমতী গান্ধী বলেন, উদ্বাস্তুদের দেশে ফিরে যেতে হবে। কিন্তু নিধনযজ্ঞের বলি হওয়ার জন্য তাদের সেখানে পাঠানাে যায় না। পাকিস্তানের ব্যাপারে হস্তক্ষেপ করার কোন ইচ্ছাই ভারতের নেই। কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তার ফলে ভারতের পক্ষে বিশেষ উদ্বেগের কারণ ঘটেছে। এই উদ্বেগকে হস্তক্ষেপ বলা যায় না।

তিনি বলেন, সব দেশকেই বাংলাদেশের অবস্থা ভারত জানাবে। এতে কোন বিপদ বা অন্যের প্রতিক্রিয়ার জন্য ভারত ভীত নয়। কী করে তাঁদের কত বেশি সাহায্য দেওয়া যায়, এটাই ভারতের লক্ষ । প্রতিদিনই উদ্বাস্তুর সংখ্যা বেড়ে চলেছে। এই বােঝা ভেঙে পড়ার মত। তবে, এটা শুধু ভারতের সমস্যা নয় সমগ্র বিশ্বেরই সমস্যা। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা আজ ভারতের অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে,

 

এটাও দেখতে হবে। বত্রিশ লক্ষ লােক ভারতে আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন যে, কোথাও কোথাও এই উদ্বাস্তু সমস্যাকে সাম্প্রদায়িক সমস্যায় পরিণত করার চেষ্টা চলেছে। এ সম্পর্কে তিনি সব সদস্যকে সতর্ক হতে বলেন।

সােমবার থেকে বাজেট অধিবেশন আরম্ভ হচ্ছে। দলের দশ দফা অর্থনৈতিক কর্মসূচীর অন্তর্গত সাধারণ বীমার রাষ্ট্রীকরণও এই অধিবেশনে উঠবে। | নব কংগ্রেসের জেলা কংগ্রেস সভাপতি সম্পাদকদের সাম্প্রতিক বৈঠকের উল্লেখ করে বলেন, দলের কর্মসূচী অনুযায়ী আলােচিত কর্মপন্থা অনুযায়ী কাজ না করে গেলে দল সাফল্যলাভ করবে না।

২৩ মে ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!