বাংলাদেশের উদ্বাস্তুর জন্য
ব্রিটেনের ১ কোটি ৮০ লক্ষ টাকা সাহায্য লন্ডন, ২১ মে-বৃটিশ সরকার আজ পূর্ববাংলার উদ্বাস্তুদের জন্য ১ কোটি ৮০ লক্ষ টাকা (১০ লক্ষ পাউন্ড) সাহায্যের কথা ঘােষণা করেছেন।
বহির্বিষয়ক দফতরের জনৈক মুখপাত্র বলেছেন যে, গত বুধবার রাষ্ট্রপুঞ্জ সেকরেটারি জেনারেল উ থানটের আবেদনক্রমেই এই অর্থ-সাহায্য দেওয়া হচ্ছে। ভারত সরকারের সহযােগিতায় রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু কমিশনার ও রাষ্ট্রপুঞ্জের অন্যান্য যে-সব সংস্থা এখন কাজে লিপ্ত আছে, তাদের কাছেই অর্থ যাবে ।
-এপি
নয়াদিল্লি বৃটিশ সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল নয়াদিল্লি, ২১ মে-শরণার্থী সমস্যা পর্যালােচনার জন্য ‘অভাবের বিরুদ্ধে সংগ্রাম’ নামক বৃটিশ সেবা প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। ঐ প্রতিনিধি দলের সদস্যসংখ্যা চার।
প্রতিনিধি দলের নেতৃত্ব করছেন বৃটিশ পারলামেন্টের শ্রমিক দলের সদস্য শ্রীডডানালড চেসওয়ারর্থ। তিনি পররাষ্ট্র মন্ত্রী শ্রীস্বর্ণ সিং, পররাষ্ট্র দফতরের সচিব (পূর্বাঞ্চল) শ্রী এস কে ব্যানারজি এবং পুনর্বাসন দফতরের সচিব শ্ৰী জি এস কোহনরের সঙ্গে দেখা করেন। | ঐ বৃটিশ সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল সীমান্তে শরণার্থী শিবির পরিদর্শনের জন্য কলকাতা যাবেন।
-পিটিআই। ২২ মে ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা