‘বাংলাদেশ স্বাধীন হলে ফিরে যাব’
সুদেব রায় চৌধুরী পেট্রাপােল সীমান্ত, ৯ মে-বার বছরের মেয়ে মিনতি। বাড়ি বাংলাদেশ। যশােহরের ঔবাদপুরে। পাক ফৌজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের গ্রামের সাতজনকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এরপর গ্রামের লােকের সঙ্গে রাতের অন্ধকারে এপারে পালিয়ে আসে।
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী কমিশনের নেতা ডেপুটি হাইকমিশনার শ্রীচারলস মেস পেট্রাপােল শিবিরে দাঁড়িয়ে মিনতির সঙ্গে কথা বলছিলেন। পরনে এক ফালি কাপড়।
তােমাদের গ্রামের সবাই কি চলে এসেছে? তাদের সংখ্যা কত হবে? দেশে ফিরে যাবে না? সব প্রশ্নেরই উত্তর দিয়েছে মিনতি। শেষ প্রশ্নের তার জবাব ছিল ‘জয়বাংলা স্বাধীন হলে দেশে ফিরে যাব। তার আগে নয়। ত্রাণ দফতরের কমিশনার শ্রীমন্ডল মিনতির কথা সঙ্গে সঙ্গে অনুবাদ করে শ্রীমেসকে শুনিয়ে দিলেন।
১০ মে ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা