You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের এখানে আশ্রয় দেওয়াই সরকারের নীতি

| স্টাফ রিপাের্টার। বাংলাদেশ থেকে আগত আশ্রয় প্রার্থীদের মধ্যে যারা ভারতের মাটিতে আশ্রয় চাইবেন তাদের সকলকে আশ্রয় দেওয়া পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের নীতি হবে। বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যপাল শ্রীশান্তিস্বরূপ ধাওয়ান তাঁর ভাষণে এ কথা ঘােষণা করেন।

শ্রীধাওয়ান মনে করেন, ওই বাংলার পরিকল্পিত গণহত্যার ফলেই অগণিত মানুষ দেশত্যাগ করে এপারে চলে আসছেন।

ওদিকে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে এবং বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ করে শুক্রবার বিধানসভায় একটি সর্বসম্মত প্রস্তাব আসবে। বুধবার বিধানসভা ভবনে সরকার এবং বিরােধী পক্ষের। নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

রাজ্যপাল তাঁর ভাষণে আরও বলেন, ১৯৭১ সালের মার্চ মাসের শেষ কয়দিন হতে বাংলাদেশ থেকে অভুতপূর্ব উদ্বাস্তু আগমন হচ্ছে। এর ফলে খাদ্যসরবরাহ ও নিরাপত্তার সমস্যা দুটি আর জটিল হয়ে উঠেছে। অনুমিত হয় যে, ১০ লক্ষেরও অধিক নরনারী সীমান্ত পর হয়ে এসেছেন এবং উদ্বাস্তু আগমনের স্রোত অব্যাহত আছে।

উদ্বাস্তু সম্পর্কে রাষ্ট্রপুঞ্জ মিশন আজ দিল্লি আসছেন জেনেভা, ৫ মে-উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রপুঞ্জের হাই কমিশনার প্রিন্স সদরুদ্দীন আগা খান পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু আগমন সম্পর্কে ভারত সরকারের সঙ্গে আলােচনার জন্য তিনি নয়াদিল্লিতে একটি মিশন পাঠাচ্ছেন।

 

আগমন সম্পর্কে ভারত সরকারের সঙ্গে আলােচনার জন্য তিনি নয়াদিল্লিতে একটি মিশন পাঠাচ্ছেন।

ডেপুটি হাই কমিশনার শ্রী এইচ মেসের নেতৃত্বে তিনজন সদস্যের এই মিশন আজ রাত্রেই জেনেভা থেকে যাত্রা করছেন আগামীকাল তারা দিল্লি পৌঁছেবেন।

৬ মে ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!