You dont have javascript enabled! Please enable it! 1971.05.01 | দু’শ শরণার্থীকে গুলি করে হত্যা - সংগ্রামের নোটবুক

দু’শ শরণার্থীকে গুলি করে হত্যা | ১ মে ১৯৭১ | আনন্দবাজার পত্রিকা

জলপাইগুড়ি, ৩০শে এপ্রিল পি, টি, আই। বাংলাদেশ থেকে পলায়মান নর-নারীদের উপর পাকিস্তানী বর্বরতার আরও সংবাদ এখানে পাওয়া যাচ্ছে। জনৈক প্রত্যক্ষদর্শী গতকাল এখানে বলেন যে, গত ২৮শে এপ্রিল সাদা পােষাক পরিহিত একটি সেনাদল নীলফামারীর কাছে কালীগঞ্জে ৪শ শরণার্থীর একটি দলকে পথে বাধা দেয় এবং তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে অন্ততঃ দু’শ শরণার্থীকে ঘটনাস্থলেই গুলি করে মারে । মেয়েদের উপর বলাৎকার করা হয় এবং সৈন্যদের ছাউনীতে তাদের নিয়ে যাওয়া হয়। দুর্ভিক্ষাবস্থা সৃষ্টির চেষ্টা কৃষ্ণনগরের এক খবরে জানা যায়, পাকিস্তানী সৈন্যরা বাংলাদেশের কয়েকটি স্থানে দুর্ভিক্ষাবস্থা সৃষ্টির জন্য খাদ্যশস্য নষ্ট করে দিচ্ছে। কয়েক স্থানে খাদ্যশস্যের গুদামে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দর্শনা সুগার মিল থেকে লুণ্ঠিত প্রায় ৩শ বস্তা চিনি একটি খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মুসলিম লীগ সমর্থকদেরও রেহাই নেই। আগরতলা থেকে পি টি আই জানাচ্ছেন : বাংলাদেশ পাক সেনাদের হত্যালীলায় মুসলিম লীগ সমর্থকরাও রেহাই পাচ্ছে না। মুক্তি ফৌজের জনৈক স্বেচ্ছাসেবকের নিকট থেকে জানা যায়, গত বুধবার চট্টগ্রাম শহরে এইরূপ একজনকে মেরে ফেলা হয় সীতাকুন্ডর সিটি কলেজের মুসলিম লীগপন্থী অধ্যাপক হারুণ অর রশিদ তার কোন অনিষ্ট করা হবে না এই আশায় চট্টগ্রাম শহরেই থেকে যায় । কিন্তু গত বুধবার সে একটি মসজিদের বাইরে নামাজ পড়ার সময় পাক সৈন্যরা গুলি করে তাকে মেরে ফেলে।

১ মে ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা