You dont have javascript enabled! Please enable it!

সীমান্তে ভ্রাম্যমাণ হাসপাতাল

| স্টাফ রিপাের্টার পশ্চিমবঙ্গ সরকার দুই বাংলার সীমান্তবর্তী হাসনাবাদে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত করেছেন। আগামী সপ্তাহ থেকে এই হাসপাতালটি চালু হবে। ওই হাসপাতালে ৫০ থেকে ৬০ জন রােগীকে চিকিৎসার ব্যবস্থা থাকবে।

‘বাংলাদেশ থেকে উদ্ধাস্তু আগমন ঘটতে পারে এই সম্ভাবনায় সরকার এই ভ্রাম্যমাণ হাসপাতালটি হাসনাবাদে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানান।

বন্ধ করুন ঝিকরগাছা (যশাের) আওয়ামী লীগ অফিসের ভারপ্রাপ্ত শ্রীআবদুল খালেক আনন্দবাজার পত্রিকার অফিসে এই চিঠিটা পাঠিয়েছেন। চিঠিটা হুবহু ছেপে দেওয়া হল :

‘বর্ডারে অত্যধিক ভিড় হওয়ায় আমরা অত্যন্ত বিব্রত বােধ করছি। যদি সম্ভব হয়, বর্ডারের ভিড় বন্ধ করার চেষ্টা করবেন। আওয়ামী লীগের নাম নিয়ে বা প্যাডের কাগজ নিয়ে বহু লােক সীমান্তের অপর পারে বহু কাহিনী বলে অর্থ বা অন্যরকম সাহায্য নিচ্ছে, যার বিন্দুমাত্রও আওয়ামী লীগ অফিসে পৌঁছয় না। অতএব, যত শীঘ্র সম্ভব সংবাদপত্রের মাধ্যমে ওই ধরনের সাহায্য দেওয়া বন্ধ করুন।

৮ এপ্রিল ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!