You dont have javascript enabled! Please enable it!

সামরিক প্রশাসক গভরনরেরও সামরিক আদালতে বিচার? আগরতলা, ১৩ আগস্টআওয়ামি লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এক ঘনিষ্ঠ সহকর্মীর কাছ থেকে জানা গিয়েছে যে, শ্রীমুজিবর রহমানের সম্পর্কেনরম নীতি অনুসরণের অভিযােগে পাকিস্তানের সামরিক শাসকগােষ্ঠী পূর্ববঙ্গের ভূতপূর্ব সামরিক শাসক লেঃ জেনারেল ইয়াকুব খান এবং ভূতপুর্ব গবরনর ভাইস অ্যাডমিরাল আহশানের সামরিক আদালতে বিচার করার সিদ্ধান্ত নিয়েছেন।

যার কাছ থেকে এই খবর জানা গিয়েছে তিনি এই সপ্তাহে ঢাকা থেকে এসেছেন। তিনি বলেছেন যে, নির্বাচনের আগে এবং পরে শ্রীমুজিবর রহমানকে রাজনীতিক ব্যাপারে সহযােগিতা করার ব্যাপারেও ওই দুজনের বিরুদ্ধে অভিযােগ আনা হবে।

১৪ আগস্ট, ১৯৭১ বাংলাদেশের ৬টি জেলা বন্যা কবলিত ঢাকা, ১৯ আগস্টগতকাল বাংলাদেশের প্রধান নদীসমূহে ক্রমাগত জল বৃদ্ধির ফলে ৮০০০ বর্গ কিলােমিটার এলাকা জলে ডুবে গিয়েছে।

পদ্মা, মেঘনা এবং কুসিয়ারা নদীর জল বিপদ সীমার ওপরে উঠেছে।

৩০ লক্ষেরও বেশী লােক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার লােককে নিরাপদ জায়গায় চলে যেতে হয়েছে।

বাংলাদেশের উত্তরাংশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বন্যার ফলে যানবাহন চলাচল বন্ধ আছে।

১৯টি জেলার মধ্যে ৬টি জেলা রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, কুমিল্লা এবং ঢাকার কতকাংশ বন্যা কবলিত।

২০ আগস্ট৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!