You dont have javascript enabled! Please enable it! পরাে নব সাজে ধরাে নব বল- বৈদ্যনাথ মুখােপাধ্যায় - সংগ্রামের নোটবুক

পরাে নব সাজে ধরাে নব বল– বৈদ্যনাথ মুখােপাধ্যায়

সেবার বারােশ বিরানব্বই বঙ্গাব্দ । পৌষ মাস। “বালক” পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথ একটি কবিতা লিখলেন। সেকালে যে আবহাওয়া প্রবল ছিল, সে বিষয়ই ছিল কবিতার বিষয়। অর্থাৎ বাংলাদেশ ও বাঙালী জাতি। সেদিন পৃথিবী জুড়ে বেজেছে বিষাণ। সুপ্ত জাতির ঘুম ভাঙানাের জন্য। সেই আহ্বান গীতি বাংলাদেশকে শােনাবার জন্য কবি হয়ে উঠলেন ব্যাকুল। কবির আক্ষেপ ছিল সবাই গুম ছেড়ে উঠে এসেছে, এসেছে নিশান হাতে, সে সমাবেশে বাঙালীরা অনুপস্থিত কেন? কবির চোখে ঝিলিক দিয়ে উঠল, ‘সবাই এসেছে লইয়া নিশান, কইরে বাঙালী কই?

১৫ এপ্রিল, ১৯৭১

 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খন্ড -০৭

আনন্দবাজার পত্রিকা